Boston Doctor`s Pane - Latest News on Boston Doctor`s Pane| Breaking News in Bengali on 24ghanta.com
দশ সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হবেন যুবি, জানালেন চিকিৎসক

দশ সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হবেন যুবি, জানালেন চিকিৎসক

Last Updated: Monday, February 6, 2012, 19:33

আগামী দশ সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন যুবরাজ সিং। সোমবার যুবরাজ সিংয়ের ব্যক্তিগত চিকিৎসকে একথা জানিয়েছেন বোস্টনের চিকিৎসক প্যানেল। তাঁরা আরও জানান, প্রথম কেমোথেরাপির পর যুবরাজ এখন অনেকটাই ভাল আছেন।