Bow Barracks Christm - Latest News on Bow Barracks Christm| Breaking News in Bengali on 24ghanta.com
বো ব্যারাকস ফরএভার

বো ব্যারাকস ফরএভার

Last Updated: Thursday, December 19, 2013, 08:50

কলকাতায় ক্রিসমাস মানেই বো ব্যারাকস। গোটা বছর এই মহানগরের বাঙালিয়ানার মধ্যেই মিশে থাকে বো ব্যারাকসের ১৪২টি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। ক্রিসমাস এলেই যেন বো ব্যারাকস জানান দেয় তার স্বতন্ত্র অস্তিত্ব। ছোট্ট একটুকরো গলি সেজে ওঠে তার নিজস্ব সাজে।