Last Updated: Sunday, December 25, 2011, 11:22
আজ বড়দিন। উত্সবের উত্তাপে ক্রিসমাস ইভের কনকনে ঠাণ্ডাকে ফুত্কারে উড়িয়ে দিয়ে রাত জাগল কলকাতা। শীতে জবুথবু সান্টাকে নিয়ে বড়দিনের মেজাজ সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে পার্কস্ট্রিট, ব্যান্ডেল চার্চ থেকে বো ব্যারাক, সর্বত্রই।