Last Updated: Saturday, January 19, 2013, 13:26
রাজ্যে আরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। এর জন্য আনা হচ্ছে নতুন নীতি। আজ মন্ত্রিসভার বৈঠকে নতুন নীতি ঘোষণা করা হবে। উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের অংশ নেওয়ার ক্ষেত্রে দেশের তুলনায় পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। গোটা দেশে উচ্চশিক্ষায় গড়ে ১৪ শতাংশ ছাত্রছাত্রী পড়তে গেলেও এ রাজ্যে গড় ১৩ শতাংশ। রাজ্য সরকার চাইছে, ৩০ শতাংশ ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার আওতায় নিয়ে আসতে। এরজন্য আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে চার লক্ষ। সেইকারণেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়াতে চায় সরকার।