Last Updated: Monday, December 23, 2013, 20:34
প্লেনের ডানার ঝাপটায় দু তলা বাড়ি ভেঙে গেল জোহানেসবার্গে, তবে তাতে প্লেনের কোনও ক্ষতি হল না। জো`বার্গে ওআর টাম্বো এয়ারপোর্টে ব্রিটিশ ওয়ারওয়েজের বোয়িং ৭৪৭- (A British Airways Boeing 747 )একটি প্লেন মাটি ছাড়ার কিছু পরেই দুর্ঘটানয় পড়ে। প্লেনের ডানার একটি অংশ এয়ারপোর্ট লাগোয়া একটি দু তলা বাড়িতে ধাক্কা মারে। প্লেনের ডানার ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই দু তলা বাড়িটি।