Last Updated: Thursday, September 19, 2013, 10:00
শিকারিদের তাণ্ডবে রাশিয়া থেকে ক্রমশ হারিয়ে যেতে বসেছিল খয়েরি ভাল্লুক। অনাথ ভাল্লুক শাবকদের উদ্ধারকেন্দ্রে নিয়ে এসে বড় করে তোলার কাজ শুরু করেছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিমাল ওয়েল ফেয়ার। কিছুটা বড় হলে ওই ভাল্লুকদের ফিরিয়ে দেওয়া হয় বনে। এপর্যন্ত ১৯০০ ভাল্লুককে জঙ্গলে ফিরিয়ে দিয়েছেন ওরা।মস্কো থেকে সাড়ে তিনশ কিলোমিটার দূরে এই ভাল্লুক উদ্ধার কেন্দ্র। মা হারা ছোট ছোট ভাল্লুক ছানাকে ঘরে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে কুড়ি বছর আগে তৈরি হয়েছিল এই কেন্দ্রটি। সেই সময়ে শিকারিদের তাণ্ডবে রাশিয়ার জঙ্গল থেকে উধাও হতে বসেছিল খয়েরি ভাল্লুক।