Last Updated: Tuesday, September 17, 2013, 13:54
যাওয়ার সময় বলে গিয়েছিলেন মেডেল নিয়ে ফিরব। কথা রাখলেন। কিন্তু সুশীল কুমারকে ছোঁয়া হল না অমিত কুমারের। বুদাপেস্টে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৫৫কেজি বিভাগে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের অমিত কুমারকে। ফাইনালে ইরানের হাসান ফারমান রাহিমির কাছে ২-১ হেরে সোনা হারালেন হরিয়ানার ২০ বছরের এই কুস্তিগির।