Last Updated: Sunday, January 19, 2014, 11:45
শনিবার খাস কলকাতার ব্যস্ত এলাকা বালিগঞ্জ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হল দশম শ্রেণির এক স্কুল ছাত্র। আর এই ঘটনা ঘটল খোদ বালিগঞ্জ থানার নাকের ডগায়। থানার পিছনেরই একটি দেওয়ালে মিলেছে রক্তের দাগ। অথচ কিছুই নাকি টের পায়নি পুলিস। রোমহর্ষক এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা।