Bureaucracy - Latest News on Bureaucracy| Breaking News in Bengali on 24ghanta.com
তথ্য প্রযুক্তিতে চিন ৩০, ভারত ০: নারায়ন মূর্তি

তথ্য প্রযুক্তিতে চিন ৩০, ভারত ০: নারায়ন মূর্তি

Last Updated: Thursday, August 30, 2012, 16:55

চিন ৩০, ভারত ০! না না অলিম্পিকে পদকপ্রাপ্তির হিসাব নয়। এ হল বিশ্বের কর্পোরেট মঞ্চে দুই দেশের অবস্থান। দেশের আমলাতান্ত্রিকতা আর সরকারের নীতি নির্ধারণের ঢিলেমির কারণে বিরক্ত হয়ে কর্পোরেট দুনিয়ায় ভারতের অবস্থান নিয়ে বলতে গিয়ে এমন কথাই বললেন ইনফোসিস-এর চেয়ারম্যান এন আর নারায়নমূর্তি।