Last Updated: Friday, December 13, 2013, 17:07
মহাভারতের দ্যূতক্রীড়া মঞ্চের লজ্জাজনক প্রায় পুনরাবৃত্তি হল এই ২০১৩-এর তথাকথিত উন্নত এবং সভ্য মানব সমাজে। পাশাখেলার মঞ্চে স্ত্রী দ্রৌপদীকে বাজিতে লাগিয়ে হেরেছিলেন যুধিষ্ঠির। কৃষ্ণার চরম লাঞ্ছনার নির্বাক দর্শক ছিলেন তিনি। প্রায় একই কায়দায় মালদার কৃষ্ণপুরের বুড়িতলা গ্রামের জুয়ার নেশায় মত্ত এক বাবা দ্বিগুণ বয়সী এক ব্যক্তির কাছে মেয়েকে বাজিতে হারলেন।