Bus caught fire - Latest News on Bus caught fire| Breaking News in Bengali on 24ghanta.com
কর্নাটকে বাসে আগুন লেগে মৃত কমপক্ষে ৭, আহত বাসের বাকি যাত্রীরা

কর্নাটকে বাসে আগুন লেগে মৃত কমপক্ষে ৭, আহত বাসের বাকি যাত্রীরা

Last Updated: Thursday, November 14, 2013, 14:42

কর্নাটকে ভলভো বাসে আগুন লেগে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন বাসের বাকি যাত্রীরা। নিহতের মধ্যে একটি শিশুও রয়েছে। বেঙ্গালুরু থেকে উনপঞ্চাশজন যাত্রী নিয়ে মুম্বই যাচ্ছিল বাসটি। ভোর তিনটে নাগাদ  হাভেরিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে। তখনই বাসটির তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ হয়।