By pass - Latest News on By pass| Breaking News in Bengali on 24ghanta.com
মেট্রো চড়ার স্বপ্নে ৩ বছর ধরে ভুগছে কলকাতা

মেট্রো চড়ার স্বপ্নে ৩ বছর ধরে ভুগছে কলকাতা

Last Updated: Friday, July 11, 2014, 23:43

ভবিষ্যতে মেট্রো চলবে। কার্যত তাই অচল বেহালা, বাইপাস, ফুলবাগান। তবে কলকাতার তিন মেট্রো প্রকল্পের জন্য বাজেটে নতুন করে টাকা বরাদ্দ তেমন হয়নি। ফলে মাঝ পথেই বন্ধ কাজ। আর তার জেরেই ভোগান্তি সাধারণ মানুষের। ধান ক্ষেতকে লজ্জা দেবে জাতীয় সড়ক ডায়মন্ডহারবার রোড। হেলেদুলে গন্তব্যে পৌছতে ঘাম ছুটে যাচ্ছে নিত্যযাত্রীদের। কারণ, মেট্রোর কাজ চলছে। মরার ওপর খাঁড়ার ঘা বর্ষা। জল কাদায় পথে নামা দায়।