Last Updated: Friday, September 30, 2011, 13:08
টুজি স্পেকট্রাম বন্টন কাণ্ডে আরও অস্বস্তি বাড়ল অনিল আম্বানির। অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের চেয়ারম্যানএবং সিইও
অনিল আম্বানি সহ সংস্থার অন্যান্য কর্মচারীদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে সিবিআই।