Last Updated: Monday, April 23, 2012, 21:14
সিডি বিতর্কের জেরে শেষ পর্যন্ত এআইসিসি`র মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন অভিষেক মনু সিংভি। সংসদের আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন বিশিষ্ট এই কংগ্রেস নেতা। সম্প্রতি ওই কংগ্রেস নেতাকে জড়িয়ে একটি বিতর্কিত সিডি সামনে আসে। তার জেরেই এই ইস্তফা।