Last Updated: Wednesday, February 6, 2013, 22:20
গাড়ি আসতে দেরি হয়েছিল। তাই বইমেলায় সবার সামনে মুখ্যমন্ত্রীর রোষানলে
পড়লেন কলকাতা পুলিসের বিশেষ বিভাগের সার্জেন্ট কুসুমকুমার দ্বিবেদী। ধমক
দিলেন গাড়ির চালককেও। দেরিতে গাড়ি আসায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে বললেন, "আপনাদের ধরে চাবকানো উচিত।" মন্ত্রী,
একাধিক তৃণমূল নেতা ও বেশ কিছু সাধারণ মানুষের সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর এই
সুতীব্র ভর্ৎসনায় দৃশ্যতই থতমত পুলিস মহল।