CM attacks police - Latest News on CM attacks police| Breaking News in Bengali on 24ghanta.com
পুলিসকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, মানবাধিকার কমিশনে অভিযোগ এপিডিআরের

পুলিসকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, মানবাধিকার কমিশনে অভিযোগ এপিডিআরের

Last Updated: Thursday, February 7, 2013, 12:56

পুলিসকর্মীর সঙ্গে দুর্বব্যহারের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করল এপিডিআরের বিবাদীবাগ শাখা। রাজ্য মানবাধিকার কমিশনের কাছে স্বতপ্রণোদিত ভাবে মামলা দায়ের করার আবেদন জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর। গতকাল, জাগো বাংলা স্টলে নিজের লেখা বইপ্রকাশ করতে বইমেলায় যান মুখ্যমন্ত্রী। তারপর জাগো বাংলা স্টল ঘুরে দেখেন তিনি। ভিড়ে ঠাসা বইমেলায় মুখ্যমন্ত্রীকে এতো কাছে পেয়ে ভিড় করেন অসংখ্য মানুষ। চলে সইয়ের আবদার।

"আপনাদের ধরে চাবকানো উচিত"

Last Updated: Wednesday, February 6, 2013, 22:20

গাড়ি আসতে দেরি হয়েছিল। তাই বইমেলায় সবার সামনে মুখ্যমন্ত্রীর রোষানলে পড়লেন কলকাতা পুলিসের বিশেষ বিভাগের সার্জেন্ট কুসুমকুমার দ্বিবেদী। ধমক দিলেন গাড়ির চালককেও। দেরিতে গাড়ি আসায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে বললেন, "আপনাদের ধরে চাবকানো উচিত।" মন্ত্রী, একাধিক তৃণমূল নেতা ও বেশ কিছু সাধারণ মানুষের সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সুতীব্র ভর্ৎসনায় দৃশ্যতই থতমত পুলিস মহল।