Last Updated: Saturday, November 5, 2011, 15:44
সিপিআইএম নেতা খুনের প্রতিবাদে আজ বারো ঘণ্টার বনধ চলছে পশ্চিম মেদিনীপুরের জামবনিতে। সকাল থেকেই বন্ধ দোকানপাট-হাটবাজার । সকাল থেকে বন্ধ রয়েছে যানবাহন চলাচলও। গতকাল খুঁকরাখুপিতে খুন হন সিপিআইএম নেতা মানিক মাণ্ডি ।