Last Updated: Tuesday, March 11, 2014, 13:56
ভোটের মুখে ফের মাওবাদী হামলা ছত্তিসগড়ে। সুকমার, জিরমঘাঁটি এলাকায় সিআরপিএফের একটি দলের ওপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। হামলায় প্রাণ হারিয়েছেন ১৫জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। ৫ জেলা পুলিসের কর্মীও নিহত হয়েছেন এই হামলায়।