CT scan - Latest News on CT scan| Breaking News in Bengali on 24ghanta.com
দুমাস ধরে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে বিকল সিটি স্ক্যান মেশিন, দুর্ভোগে রোগীরা

দুমাস ধরে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে বিকল সিটি স্ক্যান মেশিন, দুর্ভোগে রোগীরা

Last Updated: Tuesday, May 20, 2014, 19:11

দুমাসেরও বেশি সময় ধরে বিকল হাজরার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের সিটি স্ক্যান মেশিন। রোগীদের রেফার করা হচ্ছে অন্য হাসপাতালে। কিন্তু সেখানেও লম্বা লাইন। এক সপ্তাহের আগে, সিটি স্ক্যানের ডেট পাওয়া কার্যত অসম্ভব। বাধ্য হয়ে নিরুপায় রোগীদের ছুটতে হচ্ছে হাসপাতাল লাগোয়া বিভিন্ন বেসরকারি ডায়াগনেস্টিক সেন্টারে। বাড়তি টাকা দিয়ে বাইরে থেকে করাতে হচ্ছে সিটি স্ক্যান।