Cabinet defers decis - Latest News on Cabinet defers decis| Breaking News in Bengali on 24ghanta.com
আপাতত নয় পেনশন বিল

আপাতত নয় পেনশন বিল

Last Updated: Thursday, June 7, 2012, 13:12

পেনশন বিলে সংশোধনী নিয়ে এগোতে পারল না সরকার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেনশন বিলে অনুমোদনের সম্ভাবনা ছিল। কিন্তু মতপার্থক্যের জেরে বিলটি পিছনো হয়েছে। আর্থিক সংস্কার নিয়ে মনমোহন সিং সরকারের দ্বিধাগ্রস্ত মনোভাবের জেরে ইতিমধ্যেই শিল্পমহলের সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র।