Last Updated: Thursday, August 9, 2012, 18:24
বলিউডের হট "দাবাঙ্গ বয়" সবসময়েই খবরের শিরোনামে। তিনি যেখানেই যান সেখানেই তাঁর ক্যারিশম্যায় মশগুল হয়ে যায় আট থেকে আশি। তুরস্কে "এক থা টাইগার"-এর শুটিং-এর সময়ও সেই ধারা পুরোমাত্রায় বজায় রাকলেন সলমন। আর সলমন ম্যাজিকে এতটাই মজেছে তুরস্ক যে মারডিন শহরের বিখ্যাত ক্যাফে ডেল-মারের নাম বদলে রাখা হয়েছে সলমন খান ক্যাফে!