Last Updated: Wednesday, November 13, 2013, 11:40
রণক্ষেত্র হয়ে উঠল মুম্বইয়ের ক্যাম্পা কোলা আবাসন। বেআইনি নির্মাণের অভিযোগে এই আবাসনের শতাধিক ফ্ল্যাট ভাঙতে আজ সকালেই পৌঁছে যান বৃহনমুম্বই পুরসভার কর্মীরা। সঙ্গে ছিল বিশাল পুলিসবাহিনী। ভাঙা আটকাতে গেটের সামনে নিজেদের গাড়ি রেখে বাধা তৈরি করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এই চেষ্টা কাজে আসেনি। প্রথমেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় আবাসনের মূল গেট।