Capital Paunishment - Latest News on Capital Paunishment| Breaking News in Bengali on 24ghanta.com
কসাভের ফাঁসির একদিন আগেই প্রাণদণ্ডের পক্ষে ভোট ভারতের

কসাভের ফাঁসির একদিন আগেই প্রাণদণ্ডের পক্ষে ভোট ভারতের

Last Updated: Wednesday, November 21, 2012, 17:51

বুধবার সকাল সাড়ে সাতটার সময় আজমল কসাভকে মত্যুদণ্ড দিয়েছে ভারত। কাসভকে ফাঁসি দেওয়ার ঠিক একদিন আগেই রাষ্ট্রসঙ্ঘে প্রাণদণ্ড নিষদ্ধ করার সংকল্পের বিরুদ্ধে ভোট দিয়েছিল ভারত। তবে ভারত বিরুদ্ধে ভোট দিলেও এবছর রেকর্ড সংখ্যক দেশ প্রাণদণ্ডের নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে।