Last Updated: Saturday, December 22, 2012, 23:13
টেস্টে সিরিজে লজ্জার হারের পর টি-২০ তে হতাশ করল মহেন্দ্র সিং ধোনির দল। মুম্বইয়ে সিরিজের শেষ টি টোয়েন্টিতে নাটকীয় ম্যাচে হেরে গেল ভারত। টেস্টে হারের ঘায়ে নুনের ছিঁটে হয়ে দাঁড়াল আনকোড়া ইংল্যান্ড দলের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজও জিততে না পারাটা।