Last Updated: Thursday, January 2, 2014, 17:38
জাতি দাঙ্গায় ফের অশান্ত হয়ে উঠছে অসম। ভিড় বাড়ছে ত্রাণ শিবিরগুলিতে। কিছুদিন আগেই নাগা জনজাতির ওপর হামলা চালায় কার্বি পিপলস লিবারেশন টাইগার নামে একটি জঙ্গি গোষ্ঠী। এরপর থেকেই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।