Last Updated: Thursday, February 13, 2014, 14:43
শাপ মুক্ত হল মোবাইল ফোন। ক্যান্সারের অন্যতম কারণ, এই ভয়াবহ অপবাদ থেকে মুক্তি পেল মুঠো ফোন। নতুন এক গবেষণায় প্রমাণিত হয়েছে শিশু অবস্থায় ক্যান্সার বা রক্তের ক্যান্সারের(লিউকোমিয়া) কারণ নয় এই অবশ্য প্রয়োজনীয় যন্ত্রটি।