Last Updated: Tuesday, August 6, 2013, 13:01
সেন্সর বোর্ডের কার্যকলাপের ওপর সিবিআই তদন্তের দাবিতে আদালতে মামলার শুনানি হবে আগামীকাল। দেশের সেন্সর রোর্ড (সিবিএফসি) ফিল্মমেকারদের সঙ্গে অশুভ আঁতাত করে অশ্লীল দ্বৈত অর্থের সংলাপ, গালিগালাজ, এবং কুরুচিপূর্ণ দৃশ্য দেখানোর ছাড়পত্র দিচ্ছে, এই অভিযোগেই দিল্লি হাইকোকর্টের দ্বারস্থ হন টিনা শর্মা নামের এক সমাজকর্মী।