Last Updated: Thursday, March 29, 2012, 18:11
সরকারি গ্রন্থাগারে দৈনিক সংবাদপত্র রাখার ওপর নির্দেশিকা নিয়ে প্রবল
সমালোচনার মুখে পড়ে আরও ৫টি খবরের কাগজ রাখার নির্দেশ দিল রাজ্য সরকার।
আজকাল, কলাম, টাইমস অফ ইন্ডিয়ার পাশাপাশি অলচিকি লিপি ও নেপালি ভাষার একটি
করে খবরের কাগজ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সেই নতুন তালিকা থেকেও
ব্রাত্য আনন্দবাজার পত্রিকা, বর্তমান, দ্য টেলিগ্রাফ, দ্য হিন্দু,
হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো কাগজ।