Last Updated: Saturday, November 3, 2012, 20:50
রাজরোষের শিকার এক চলচ্চিত্র। শুধু তাই নয় যে চলচ্চিত্র তৈরি হয়েছে নন্দীগ্রামের চোখের জলকে ঘিরে। ছবির নাম নন্দীগ্রামের চোখের পানি। কলকাতা চলচ্চিত্র উত্সবে ঠাঁই হয়নি এই ছবির। আদতে সিনেমায় নন্দীগ্রামে মাওবাদীদের উপস্থিতির কথা বলাতেই নাকি এমন সিদ্ধান্ত। অভিযোগ খোদ চিত্রনাট্যকারের। এই নন্দীগ্রামেই সওয়ার হয়ে মহাকরণের চৌকাঠ ডিঙিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেই নন্দীগ্রাম যা ক্ষমতাচ্যুত করেছে ৩৪ বছরের বাম শাসনকে। পরিবর্তন এসেছে রাজ্যে। সেই নন্দীগ্রামের মানুষের চোখের জল নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা। যা সমাদৃত হয়েছে বহু জায়গায়।