Chai pe charcha - Latest News on Chai pe charcha| Breaking News in Bengali on 24ghanta.com
সারা দেশের সঙ্গে কলকাতায়ও  শুরু মোদীর চায়ে পে চর্চা

সারা দেশের সঙ্গে কলকাতায়ও শুরু মোদীর চায়ে পে চর্চা

Last Updated: Wednesday, February 12, 2014, 22:21

দেশের ৩০০ শহরের ১ হাজারটি জায়গায় "চায়ে পে চর্চা` আসর বসল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমআদমির নানা প্রশ্নের জবাব দিলেন নরেন্দ্র মোদী । চায়ে চুমুক দিতে দিতেই বিঁধলেন ইউপিএ সরকারকে। চায়ে পে চর্চায় ছিল কলকাতাও। নজরকাড়া এই প্রচারকে অবশ্য আমল দিতে রাজি নন লালুপ্রসাদ যাদব। মোদীকে খুনের সওদাগর বলে আক্রমণ শানালেন আরজেডি সুপ্রিমো।