Chairman Munna - Latest News on Chairman Munna| Breaking News in Bengali on 24ghanta.com
মুন্নাকে চেয়ারচ্যুত করে চেয়ারম্যান রঞ্জিত শীল

মুন্নাকে চেয়ারচ্যুত করে চেয়ারম্যান রঞ্জিত শীল

Last Updated: Thursday, April 18, 2013, 13:45

কলকাতা পুরসভার ১৫ নম্বর বরোর নয়া চেয়ারম্যান নির্বাচিত হলেন রঞ্জিত শীল। আজকের নির্বাচনে তিনি ৬-১ ভোটের ব্যাবধানে জয় লাভ করেন। গার্ডেনরিচকাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্না এই বরোর চেয়ারম্যান ছিলেন। আদালতের নির্দেশে এখন তিনি জেলে। মুন্নার অনুপস্থিতিতে বরোর কাজকর্ম ব্যাহত হওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে।