Last Updated: Monday, October 17, 2011, 18:02
বলিউড বাদশাহ শাহরুখ খান তাঁর ছবি রা-ওয়ানের প্রচারের জন্য মুম্বই থেকে যাত্রা শুরু করলেন আজ। কলকাতা নাইট রাইডার্স কর্তা শাহরুখ তাঁর ছবির প্রচারের জন্য প্রথমেই বেছে নিয়েছেন তাঁর প্রিয় শহর কলকাতাকে। দিপাবলীতে মুক্তি পেতে চলেছে "রা-ওয়ান"।