Champions League sem - Latest News on Champions League sem| Breaking News in Bengali on 24ghanta.com
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বার্সা বনাম বার্য়ান, রিয়াল বনাম বরুশিয়া

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বার্সা বনাম বার্য়ান, রিয়াল বনাম বরুশিয়া

Last Updated: Friday, April 12, 2013, 21:31

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লড়াই স্পেন বনাম জার্মানির। বার্সেলোনা মুখোমুখি বায়ার্ন মিউনিখের। রিয়াল মাদ্রিদ খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। শুক্রবার থেকেই চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালে এল ক্লাসিকোর সম্ভাবনা দেখছেন ফুটবলপ্রেমীরা। মেগা সেমিফাইনালে দুই স্প্যানিশ দলের সামনে জার্মানির দুই সেরা দল। প্রথম সেমিফাইনালে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার মুখোমুখি হবে বুন্দেশলিগা খেতাব জেতা বায়ার্ন মিউনিখ।