Last Updated: Sunday, December 2, 2012, 18:14
লন্ডন অলিম্পিকের ব্যর্থতা ঝেড়ে ফেলে ভারতীয় হকিতে ফের চক দে`র সুর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরপর দুটো ম্যাচ জিতে সেমিফাইনালের দিকে এগিয়ে গেল ভারত। রবিবার ভারত ৪-২ গোলে হারাল নিউজিল্যান্ডকে। গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ডের ৪-১ গোল জার্মানি বধের অবাক ফলটাও ভারতকে সুবিধা করে দিল।