Last Updated: Thursday, August 23, 2012, 12:31
প্রাক্তন বিমানসেবিকা গীতিকা শর্মার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার পদত্যাগী মন্ত্রী গোপাল কাণ্ডা। স্বামীকে বাঁচাতে গোপাল কাণ্ডার পাশে দাঁড়িয়েছেন তাঁর স্ত্রী সরস কাণ্ডা। তবে তিনিই একা নন।