Last Updated: Sunday, March 11, 2012, 19:30
সুস্থ সংস্কৃতিচর্চার জন্য গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সরব হলেন বুদ্ধিজীবীরা। দলীয় রাজনীতি দূরে সরিয়ে শিল্পীদের এক ছাতার তলায় আনতে ৩ মাস আগে তাঁরা তৈরি করেছেন নতুন সংগঠন `সংস্কৃতি সমন্বয়`। রবিবার সেই সংগঠনেরই প্রথম কনভেনশন অনুষ্ঠিত হল কলকাতার বিজন থিয়েটারে।