Last Updated: Friday, May 3, 2013, 11:07
২৬/১১-এর মুম্বই হামলা ও বেনজির ভুট্টো হত্যা মামলার আইনী দায়িত্বপ্রাপ্ত পাক আইনজীবী চৌধুরি জুলফিকার আলিকে গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতী। সূত্রে খবর, এফআইএ-এর কৌঁসুলি জুলফিকারের উপর আজ ইসলামাবাদে সকাল সাড়ে সাতটা নাগাদ অজ্ঞাতপরিচয়ের কিছু সশস্ত্র বাইক আরোহী জুলফিকার আলির গাড়িতে গুলি চালায়। সেই সময় গাড়ি চালাছিলেন জুলফিকার। বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তাঁর শরীর।