Last Updated: Monday, August 26, 2013, 11:13
চৌরাশি কোশি পরিক্রমা যাত্রা আটকে দেওয়ার প্রতিবাদে আজ প্রতিবাদ কর্মসূচী পালন করছে বিশ্ব হিন্দু পরিষদ। অযোধ্যাতে আজ বনধের ডাক দিয়েছে ভিএইচপি। অযোধ্যা থেকে ৭০ কিলোমিটার দূরে মাখাউদাতে সমাবেশের ডাক দেওয়া হয়েছে । বিক্ষোভ নয়াদিল্লি, মুম্বইতে। নয়াদিল্লিতে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে জল কামান ছোড়া হয়। প্রতিবাদ মিছিল হয় মুম্বইতে। গত কাল রামমন্দিরের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের পরিক্রমা যাত্রা আটকে দেয় উত্তরপ্রদেশ সরকার। পরিষদের দুই শীর্ষনেতা অশোক সিঙ্ঘল এবং প্রবীণ তোগাড়িয়াকে গ্রেফতার করে পুলিস। বিজেপি ও ভিএইচপি-র প্রায় ১৭০০জনকে গ্রেফতার করা হয়।