Last Updated: Thursday, February 20, 2014, 23:43
ফের কলঙ্কিত শিক্ষাঙ্গন। ক্যাম্পাসের ভিতরেই অধ্যাপককে লাথি, গলাধাক্কা দিল ছাত্রনেতা। কারণ, ওই ছাত্রনেতার কটূক্তির প্রতিবাদ করেছিলেন অধ্যাপক। রাজাবাজার সায়েন্স কলেজে নিগৃহীত হলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্করচন্দ্র দাস। অভিযুক্ত ছাত্র সৌরভ অধিকারী TMCP নেতা।