Last Updated: Friday, August 9, 2013, 11:10
দেশ যখন ইদের খুশিতে মেতে, তখনই মুক্তি পেল শাহরুখ খানের ভাগ্য এক্সপ্রেস। বলিউডে শাহরুখ তাঁর হারানো তখত ফিরে পান কিনা সেটা সিনেমাটা ঠিক করে দেবে সেই চেন্নাই এক্সপ্রেস বিশ্বজুড়ে মুক্তি পেল। দেশজুড়ে রেকর্ড ৩৭০০টি স্ক্রিনে ১০ টি ভাষায় মুক্তি পেল শাহরুখের এই চেন্নাই এক্সপ্রেস। প্রচারের কথা মাথায় রাখলে চলতি বছর এটাই বলিউডের সবচেয়ে বড় সিনেমা। চেন্নাই এক্সপ্রেস শো শুরুর আগে দেশের প্রায় সব সিনেমা হল, মাল্টিপ্লেক্সের সামনে লম্বা লাইন দেখা গেল।