Chennai Superkings - Latest News on Chennai Superkings| Breaking News in Bengali on 24ghanta.com
এবার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আইপিএলে

এবার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আইপিএলে

Last Updated: Sunday, May 27, 2012, 16:58

ফাইনালের আগেই ফের নতুন বিতর্কে আইপিএল। ম্যাচ শুরুর আগেই প্লে-অফে দিল্লি বনাম চেন্নাই ম্যাচ গড়াপেটা হয়েছে বলে সরগরম হয়ে উঠল বোর্ড সভাপতির শহর। বিশেষ করে চেন্নাইয়ের সমস্ত সংবাদমাধ্যেমে এই খবর ফলাও করে প্রকাশিত হওয়ার পর রীতিমত চাপে বিসিসিআই কর্তারা।