Chhattisgarh assembl - Latest News on Chhattisgarh assembl| Breaking News in Bengali on 24ghanta.com
কালই দেশে প্রথমবার না ভোট দেবে ছত্তিসগড়ের ভোটাররা

কালই দেশে প্রথমবার না ভোট দেবে ছত্তিসগড়ের ভোটাররা

Last Updated: Sunday, November 10, 2013, 21:39

ভোট না দেওয়ার অধিকার। শীর্ষ আদালতের দেওয়া সেই অধিকার কাল প্রথম প্রয়োগ করবেন ছত্তিসগড়ের মানুষ। কাল ছত্তিসগড়ে মোট ১৮ টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। যে ১৮টি কেন্দ্রে কাল ভোট, তা ছত্তিসগড়ের অন্যতম পিছিয়ে পড়া অঞ্চল। কাল ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী রমন সিংয়ের।  শীর্ষ আদালতের রায় কার্যকর করতে ইভিএম-এ থাকছে বিশেষ নোটা বোতাম। কোনও প্রার্থীকেই পছন্দ নয় বা `none of the above` সংক্ষেপে নোটা লেখা  বোতামটি  থাকছে ইভিএম-এর এক্কেবারে শেষে। ভোটারদের নতুন ব্যবস্থার সঙ্গে পরিচয় করাতে জবরদস্ত প্রচার চালিয়েছে নির্বাচন কমিশন।