Last Updated: Friday, January 25, 2013, 09:11
মুম্বই হামলায় দোষী সাব্যস্ত ডেভিড কোলম্যান হেডলিকে ৩৫ বছরের কারাদণ্ড দিল
শিকাগোর আদালত। প্রশাসন হেডলির কড়া শাস্তি না চাওয়ায় সাজা ঘোষণার
ক্ষোভপ্রকাশ করেন বিচারক। তদন্তে সাহায্যের আশ্বাস দেওয়াতেই হেডলির
মৃত্যুদণ্ডের আবেদন জানায়নি মার্কিন প্রশাসন। সেই কারণেই হেডলি পুরস্কার
পেল বলে জানান ক্ষুব্ধ বিচারক। হেডলির আরও কড়া শাস্তি না হওয়ায় হতাশ
ভারতও।