Last Updated: Tuesday, June 17, 2014, 18:06
মালদহ থেকে পাচার হওয়া ৫৮ জন শিশুকে উদ্ধার করল রাজ্যের চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই লেখাপড়া শেখানোর নাম করে মালদহ থেকে প্রায় ১২৩ শিশুকে নিয়ে যায় একটি পাচারচক্র। এরপর হতদরিদ্র পরিবারের এই শিশুদের কেরলে বিভিন্ন কাজে লাগানো হয়। বিভিন্ন সূত্রে খোঁজখবর চালিয়ে সম্প্রতি ৫৮ শিশুকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি। মঙ্গলবার সকালে বিবেক এক্সপ্রেসে তাদের মালদায় নিয়ে আসা হয়। তবে এখনও হদিশ নেই ৬৫ শিশুর।