Last Updated: Friday, February 3, 2012, 19:10
যাবতীয় নিয়মকানুন, নৈতিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের প্রশাসনিক সদর দফতরের উল্টো দিকেই অবাধে চলছে শিশুশ্রম। মহাকরণের উল্টোদিকে লালদিঘি সংস্কারের কাজে লাগানো হয়েছে ১০-১১ বছরের ছেলেদের। বিবাদি বাগ অ্যাঙ্গলার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থাকে কুড়ি বছরের জন্য লালদিঘি লিজে দিয়েছে মত্স্য দফতর।