Last Updated: Thursday, April 3, 2014, 15:23
ফের কাঁপলো চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৮। গতকালই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল আট দশমিক দুই। এরপর থেকেই বেশ কয়েকবার ভূ কম্পন অনুভূত হয়। তবে স্থানীয় সময় বুধবার রাতে জোরাল কম্পন অনুভূত হয়েছে। কম্পনের কেন্দ্রস্থল ইকুইক বন্দর থেকে নয় কিলোমিটার দক্ষিণে। স্থানীয়ভাবে সুনামির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী এলাকা ফাঁকা করে দেওয়া হচ্ছে। এদিকে গতকালের ভূমিকম্পের জেরে বৃহস্পতিবার সকালে ৪০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে জাপানে। সঙ্গে সঙ্গেই সুনামি সতর্কতা জারি হয়েছে হোককাইডু এবং রোহোকু অঞ্চলে।