Last Updated: Tuesday, December 3, 2013, 16:40
এক পুরুষ শুয়োর ও এক স্ত্রী শিম্পাঞ্জির মিলনের মাধ্যমেই নাকি পৃথিবীতে জন্ম নিয়েছিল মানুষ! জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের জেনেসিস্ট ইউজিন ম্যাকার্থি এই রকম দাবিই করেছেন। পশুদের সংকরায়নের ক্ষেত্রে বিশ্বজোড়া নাম এই বিজ্ঞানীর।