Last Updated: Tuesday, September 3, 2013, 16:47
বেজিং ওয়াল্ডলাইফ পার্কের ওপর দিয়ে উড়ে গেল প্লেনটা। গত ৩১ অগাস্ট ৩৫ মিনিট ধরে আকাশে চক্কর কাটল সেটা। অবাক করা কথাটা হল পাইলটের বয়সে। সেই পাইলটের বয়স মাত্র ৫ বছর। যে বয়েসে খেলনা প্লেনও অনেকেই চালাতে পারে না। সেই ৫ বছর বয়েসেই আস্ত একটা প্লেন দক্ষতার সঙ্গে চালাল হি আইদে, ডাক নাম দুদু (বাংলায় যাকে দুষ্টু বলে)। দুদুই এখন বিশ্বের কনিষ্ঠতম পাইলট। কদিনের মধ্যেই গিনিস বুক ওয়ার্ল্ডে উঠতে চলেছে দুদুর নাম।