Last Updated: Tuesday, April 23, 2013, 10:32
ভারতে চিন সেনার অনুপ্রবেশ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই লাদাখ সীমান্তে যেতে শুরু করল ভারতীয় সেনা। সূত্রে খবর, সেনাবাহিনীর পার্বত্য এলাকার পারদর্শী দলকে দৌলত বেগ ওলদি সেক্টরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিসবাহিনীও (আইটিবিপি) ওই অঞ্চলে ঘাঁটি করেছে। তবে ভারতীয় সীমানায় চিন সেনার অনুপ্রবেশ সমস্যা মেটাতে দ্বিপাক্ষিক আলোচনাকেই হাতিয়ার করতে চায় ভারত।