Last Updated: Thursday, August 2, 2012, 23:12
রোগীকে ঠকিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য রক্তের নমুনা নিতে এসে ধরা পড়লেন বেসরকারি ডায়াগনেস্টিক সংস্থার প্রতিনিধি। ঘটনাটি ঘটেছে হাজরার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে। নিজেকে হাসপাতালের প্রতিনিধি পরিচয় দিয়ে রক্ত পরীক্ষার নামে টাকা আদায়ের মতলব ছিল তার।