Last Updated: Thursday, April 17, 2014, 20:42
জলপাইগুড়িতে কেমন হচ্ছে ভোটপর্ব? কিংবা কোচবিহারে? দেখতে চান সরাসরি? কিংবা কোনও বুথে গোলমালের লাইভ ছবি? ওয়েবসাইটে এবারই প্রথম স্পর্শকাতর বুথের ছবি দেখানোর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশিএবারই প্রথম ভোটে নজরদারি করেছে কমিশনের পাঁচটি বিশেষ গাড়ি।